ভিডিও বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের চলমান বয়কটের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে মাঠে গড়ায়নি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরদিন বিসিবি তাকে বোর্ডের অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও পরিচালক পদে তার বহাল থাকায় অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেটাররা। তারা স্পষ্ট করে জানিয়ে দেন, নাজমুল পরিচালক পদ না ছাড়লে মাঠে নামবেন না।

বিকেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে তারা সন্ধ্যার ম্যাচে অংশ নেবেন। তবে সেই নিশ্চয়তা না পাওয়ায় দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে দেখা গেলেও খেলার কোনো প্রস্তুতি ছিল না। 

আরও পড়ুন

ক্রিকেটারদের অনড় অবস্থান ও ধারাবাহিক বয়কটের প্রেক্ষাপটে বিসিবি শেষ পর্যন্ত নিজেদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সূচি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

পরীমণিকে প্রশ্ন করতে চাই , তুমি আমাদের মুক্তি দেবে কবে: আসিফ আকবর

এই সময়ে এসেও অনবদ্য দিলারা জামান

‘আমার মতো এতো সুখী’ শাপলার কন্ঠে

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩