ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ রাত

ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব

ছবি: সংগৃহীত, ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে রিয়াদ তেহরানকে পরিষ্কার বার্তা দিয়েছে যে সৌদি আরব এ ধরনের কোনো অভিযানের অংশ হবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক হামলায় সৌদি ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হবে না।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই অবস্থান সরাসরি ইরানকে অবহিত করা হয়েছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ইরানে চলমান বিক্ষোভ দমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দেওয়ার পর এই বার্তা দেওয়া হলো। এর জবাবে তেহরান সতর্ক করে জানিয়েছে, নতুন কোনো হামলা হলে আশপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌপরিবহনে পাল্টা আঘাত হানা হবে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: গালফ নিউজ, আল-আরাবিয়া, এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব

বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা পাননি দুই ইংলিশ ক্রিকেটারও

সংস্কারের পক্ষে আমাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নুরুল হক

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপরিচিত নাম্বার থেকে হুমকি পাচ্ছেন মিঠুন