নওগাঁর রাণীনগরে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা বিদ্যুৎ কুমারকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিদ্যুৎ কুমার উপজেলার বড়গাছা হিন্দুপাড়া গ্রামের মৃত প্রথস কুমারের ছেলে। সে উপজেলার বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
আরও পড়ুনরাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃত বিদ্যুৎ কুমারকে আজ সোমবার (১২ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








