ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ রাত

গত বছরে বগুড়ায় ৫৮ জন খুন, নেপথ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব ও লেনদেন

গত বছরে বগুড়ায় ৫৮ জন খুন, নেপথ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব ও লেনদেন

স্টাফ রিপোর্টার : গত বছর ২০২৫ সালে বগুড়া জেলার ১২টি উপজেলায় ৫৮টি খুনের ঘটনা ঘটেছে। এর আগের বছর ২০২৪ সালে জেলায় ৯৫টি খুনের ঘটনা ঘটে। সে তুলনায় বগুড়ায় খুনের ঘটনা কমেছে। এছাড়া গত বছর বগুড়ায় ৪১১ জন আত্মহত্যা করেছে।

আত্মহননকারী ৪১১ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, কিশোর, তরুণ ও যুবক। এর আগের বছর ২০২৪ সালে জেলায় ৩৩৫ জন আত্মহত্যা করে। সেইসাথে ২০২৫ সালে জেলায় ১৪টি ডাকাতি ও ৩৫টি দস্যুতার ঘটনাও ঘটেছে। জেলা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, গত বছরে বগুড়া জেলায় মোট ৫৮টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে রাজনৈতিক হত্যাকান্ড দু’টি এবং অরাজনৈতিক হত্যাকান্ড ৫৬টি। ৫৮টি হত্যা মামলার মধ্যে ১১টি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

তিনি বলেন, অধিকাংশ হত্যা মামলা ডিটেক্ট করা হয়েছে। অর্থাৎ হত্যাকান্ডের কারণ এবং কারা হত্যাকান্ডে জড়িত এবং কী কারণে হত্যাকান্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানতে পেরেছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, হত্যা মামলাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যক্তিগত লেনদেন বা ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে বেশি খুনের ঘটনা ঘটেছে। আবার কিছু মামলা আছে-সেগুলো তদন্ত করতে গিয়ে জানা গেছে ডাকাতি, দস্যুতা বা ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে দুর্বৃত্তরা খুন করেছে। এছাড়া জমিজমা নিয়ে বিরোধসহ নানা কারণেও বগুড়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এদিকে, পুলিশের পরিসংখ্যান অনুয়ায়ী আরো জানা যায়, ২০২৫ সালে জেলার ১২টি থানার মধ্যে সদরে ১৪টি খুন, ৭টি ডাকাতি, ৮টি দস্যুতা, ১০০টি আত্মহত্যা, শাজাহানপুরে ৮টি খুন, ৩টি ডাকাতি, ১০টি দস্যুতা, ৩২টি আত্মহত্যা, শিবগঞ্জে ৪টি খুন, ২টি দস্যুতা, ৩৭টি আত্মহত্যা, সোনাতলায় ২টি ডাকাতি, ২টি দস্যুতা, ২০টি আত্মহত্যা, গাবতলীতে ৪টি খুন ও ২৬টি আত্মহত্যা, সারিয়াকান্দিতে ৩টি খুন ও ২৭টি আত্মহত্যা, আদমদীঘিতে ২টি খুন, ১টি দস্যুতা, ৩৫টি আত্মহত্যা, দুপচাঁচিয়ায় ২টি ডাকাতি, ২টি দস্যুতা, ৪টি খুন, ৩৭টি আত্মহত্যা, নন্দীগ্রামে ৪টি খুন, ১টি দস্যুতা, ১৬টি আত্মহত্যা, কাহালুতে ৩টি খুন, ২টি দস্যুতা, ২১টি আত্মহত্যা, শেরপুরে ৭টি খুন, ৬টি দস্যুতা, ৩২টি আত্মহত্যা, ধুনটে ৩টি খুন, ১টি দস্যুতা ও ২৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফির অভিযোগে মালয়েশিয়াতেও ইলন মাস্কের গ্রোক এআই বন্ধ

গত বছরে বগুড়ায় ৫৮ জন খুন, নেপথ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব ও লেনদেন

দিনাজপুরের বিরামপুরে দুই নারীসহ ১১ মাদকসেবীর কারাদন্ড

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

বগুড়ার আদমদীঘিতে শীতকালীন পিঠা বিক্রির ধুম

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় বিনামূল্যে ইন্টারনেট : খুশি শিক্ষার্থীরা