ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৪:২৭ দুপুর

ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে আছেন যারা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর ম্যানচেস্টার ইউনাইটেড এখন নতুন স্থায়ী কোচ খুঁজছে। একইসঙ্গে স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব কে সামলাবেন, সে বিষয়েও বিকল্প ভাবছে ক্লাবটি। আপাতত ড্যারেন ফ্লেচার দায়িত্বে থাকলেও, চলতি মৌসুমের বাকি সময়ের জন্য আরেক সাবেক ক্লাব কিংবদন্তিকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরানোর কথা ভাবছে ইউনাইটেড। 

আমোরিমের উত্তরসূরী হিসেবে একাধিক পরিচিত নাম শোনা যাচ্ছে। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টাল প্যালেসের কোচ অলিভার গ্লাসনার, সাবেক ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট, সদ্য চেলসি থেকে বরখাস্ত হওয়া এনজো মারেস্কা এবং অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির নাম আছে তালিকায়। স্থায়ী কোচ করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে রেড ডেভিলরা। স্থায়ী কোচ খোঁজার সময় অন্তত বার্নলির বিপক্ষে ম্যাচে ড্যারেন ফ্লেচারই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে ইউনাইটেড। তবে এরপর ক্লাব কিংবদন্তি মাইকেল ক্যারিকের দিকে ঝুঁকতে পারে ইউনাইটেড।

মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডে ১২ বছর থেকে ৪৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই সময়ে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন।  ২০১৮ সালে অবসর নেয়ার পর হোসে মরিনহো ও ওলে গানার সুলশারের অধীনে কোচিং স্টাফে কাজ করেছেন তিনি। ২০২১ সালে রালফ রাংনিক কোচ হয়ে আসার আগে ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ক্যারিক। তার অধীনে তিন ম্যাচে অপরাজিত ছিল দল, যার মধ্যে ভিয়ারিয়াল ও আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ও ছিল। পরে ২০২২ সালের অক্টোবরে মিডলসব্রোতে প্রথম স্থায়ী কোচের দায়িত্ব নেন তিনি এবং প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়নশিপ প্লে-অফে তুলেছিলেন। তবে পরের মৌসুমে শীর্ষ ছয়ে জায়গা না পাওয়ায় ২০২৫ সালের জুনে তাকে বরখাস্ত করা হয়। বর্তমানে ফ্রি এজেন্ট হওয়ায় ক্যারিককে ফিরিয়ে আনা ইউনাইটেডের জন্য সহজ হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৪ মাস দায়িত্বে থাকার পর আমোরিমকে বরখাস্ত করে ইউনাইটেড। লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল তার। স্যার জিম র‌্যাটক্লিফের নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় বিদায় করা করা আমোরিমকে। খবর : গোল ডটকম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

বগুড়াসহ ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ হাড়কাঁপানো শীতে স্থবির জনপদ

রিটার্ন ও হলফনামার তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন প্রসূন আজাদ