সুপার কাপেও নেই এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক : জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৮ জানুয়ারি সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। পরদিন রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ ফাইনালের লড়াইয়ে নামবে। ১১ জানুয়ারি সুপার কাপের ফাইনাল মাঠে গড়াবে।সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ওই লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া দল ঘোষণা করেছেন জাবি আলোনসো। হাঁটুর ইনজুরিতে আছেন এমবাপ্পে। সর্বশেষ লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি। সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পের পক্ষে সেমিফাইনালে খেলা সম্ভব নয়। তবে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলে তার খেলার মতো ফিটনেসে ফেরার সম্ভাবনা ছিল। তবে ব্লাঙ্কোস বোর্ড ফ্রান্স স্ট্রাইকারকে নিয়ে ঝুঁকিতে যেতে চায় না।
এমবাপ্পে ছিটকে গেলেও ইনজুরি কাটিয়ে রিয়ালের স্প্যানিশ কাপের দলে ফিরেছেন লিভারপুলের সাবেক ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনার্ল্ড। ডিসেম্বরের শুরুতে শেষ ম্যাচ খেলা এই ইংলিশ তারকা পূর্ণ ফিটনেসে থাকলে এক মাস পরে মাঠে নামতে পারেন। এমবাপ্পে না থাকায় সুপার কাপে রিয়াল মাদ্রিদের আক্রমণ সামলানোর ভার থাকবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ডি গোয়েসের কাঁধে। জুড বেলিংহাম মাঝমাঠে পূর্বের স্বাধীনতা ফিরে পাবেন। লিগ ম্যাচে হ্যাটট্রিক করা গঞ্জালো গার্সিয়ার ওপরও থাকবে আলো। বড় ম্যাচে আলো কাড়া ভিনির সামনে অপেক্ষা করছে ফর্মে ফেরার ভালো সুযোগ।
আরও পড়ুনমন্তব্য করুন









