আফ্রিকা কাপ অব নেশনস : সালাহর গোলে শেষ আটে মিশর
স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে ১-১ সমতা। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই জ্বলে উঠল আফ্রিকান জায়ান্টরা। অতিরিক্ত সময়ের নাটকীয়তায় বেনিনকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসর। ফারাওদের এই জয়ে বড় অবদান অধিনায়ক মোহাম্মদ সালাহর জাদুকরী গোলের।
মরক্কোর মারাকেশে প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৮ মিনিটে মারওয়ান আতিয়ার দূরপাল্লার শটে লিড নেয় মিসর। তবে ৮৩ মিনিটে জডেল দোসুর গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে বেনিন। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ইয়াছির ইব্রাহিমের গোলে ফের এগিয়ে যায় মিসর (২-১)।
আর শেষ মুহূর্তে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সালাহ। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জাদুকরী কার্লিং শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিভারপুল তারকা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা বুরকিনা ফাসো।
আরও পড়ুন
মন্তব্য করুন









