বগুড়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল শহরের চকসুত্রাপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত স্মৃতি (২৮) ও সাহেরা বেগম (৫৫) শহরের চকসূত্রাপুরের চামড়া গুদাম লেনের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) ধৃত এই দুই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন






