বগুড়ার সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প ও সারিয়াকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল মান্নান (৩৫) উপজেলার পৌর এলাকার আব্দুল হামিদ প্রামানিকের ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আব্দুল মান্নানের বসতভিটায় তল্লাশি করে ৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারপর তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল মান্নানের নামে নিয়মিত মাদক মামলা দায়ের করে আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন






