ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ দুপুর

অবসর নিতে চেয়েছিলেন নেইমার

অবসর নিতে চেয়েছিলেন নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে নেইমার জুনিয়রকে। এমন চোট জর্জরিত ক্যারিয়ারের একটি সময়ে অবসরের কথা ভেবেছিলেন নেইমার, যা তার বাবা নেইমার সিনিয়র জানিয়েছেন।

বর্তমানে মেনিস্কাসের চোটে ভুগছেন নেইমার। গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে মাঠে নামলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। গত ২২ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। ৩৩ বছর বয়সি নেইমারের অস্ত্রোপচারের আগের মানসিক অবস্থার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেন নেইমার সিনিয়র। 

তিনি বলেন, ‘মেনিস্কাসে চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেইমার মানসিকভাবে ভেঙে পড়েন।’ ছেলের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বললে নেইমার বলেন, তিনি আর আগের মতো সামলাতে পারছেন না এবং অস্ত্রোপচার করালেও আদৌ ভালো হবেন কি না, তা নিয়ে সন্দেহে ছিলেন। বাবার চোখে তখন ছেলের মধ্যে গভীর হতাশা স্পষ্ট ছিল। নেইমার সিনিয়র তাকে দুটি বিষয়ে মনোযোগ দিতে বলেন-চোট কাটিয়ে মাঠে ফিরে সমালোচকদের জবাব দেয়া এবং বিশ্বকাপে খেলার স্বপ্ন ধরে রাখা। নেইমার সিনিয়র বলেন, তিনি ছেলেকে আশ্বস্ত করেছিলেন যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে সুস্থ হয়ে ফেরার পুরো প্রক্রিয়ায় তিনি পাশে থাকবেন। তার কথায়, এই সমর্থনই নেইমারের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

আরও পড়ুন

পরদিনই নেইমারের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তিনি আবার অনুশীলন শুরু করেন, দুই পা দিয়েই শট নেন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দেন। মাঠে নেমে গোল করার পর তিনি বাবাকে জানান, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ভোট দিয়েছেন বা দেননি, সবার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল’

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুুরহাটের ধরঞ্জীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দীর্ঘ ১৪ বছর পর বগুড়ার শেরপুরে উপজেলা ও শহর  ছাত্রদলের কমিটি গঠন

পাবনার চাটমোহরে শৈত্যপ্রবাহে বোরো বীজতলার ক্ষতি

বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ