বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ৫০ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে কাহালু উপজেলা সদরে অবস্থিত কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে তুরস্ক ভিত্তিক এনজিও ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’ উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করেন সাসাইটির প্রতিনিধি ড. আলী সেলোন।
এসময় উপস্থিত ছিলেন-কাহালু সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা লুৎফর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মোমিন, কাহালু মডেল প্রেস ক্লাব সভাপতি এমএ কাদের প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন




-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)


_medium_1767884882.jpg)