যমুনার সারিয়াকান্দি- মাদারগঞ্জ নৌরুট
ঘন কুয়াশায় ৫০ বরযাত্রী নিয়ে পথ হারানো যাত্রীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে বগুড়া যমুনা নদীর সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে পথ হারায় নৌকার মাঝি। এরপর অনেক চেষ্টায় কিনারায় পৌঁছাতে সক্ষম হন তারা। মধ্যরাতে পথ হারানো বর যাত্রীদের উদ্ধার করে সারিয়াকান্দি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার সকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাছবাড়ি গ্রামের শাকিল আহম্মেদ (২৩) ৫০ জন বরযাত্রী নিয়ে বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে তারা রাতে সারিয়াকান্দি কালিতলা নৌঘাটে উপস্থিত হন। এরপর তারা সেখান থেকে রাতেই নৌকায় জামালপুরের ইসলামপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু ঘন কুয়াশায় তারা পথ হারিয়ে ফেলেন।
এছাড়া যমুনা নদীর নাব্যতা সংকটে বিভিন্ন ডুবোচরে তাদের নৌকাও আটকে যায়। গভীররাত পর্যন্ত তারা অনেক চেষ্টার পর যমুনা নদীর কিনারায় ফিরে আসতে সক্ষম হন। এরপর প্রচন্ড শীতের মধ্যেই বরযাত্রী নদীর তীরে রাত্রিযাপন করার সিদ্ধান্ত নিয়ে সেখানের একটি ভাঙা ঘরে অবস্থান করেন। খবর পেয়ে পরে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের টহল টিম তাদের উদ্ধার করে সারিয়াকান্দি সেনা ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেখানে তাদের রাত যাপনের ব্যবস্থা করেন। সকল বর যাত্রীদের কম্বল, সোয়েটার, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এরপর সকালে নাস্তা করিয়ে বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী।
নোয়ারপাড়া ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের আনোয়ারা বেগম ( ৬০)বলেন, আমার নাতিকে বিয়ে করাতে এখানে আসি। বাড়ি ফেরার পথে ঘন কুয়াশায় পথ হারিয়ে ডুবো চরে আটকে যাই। কোন উপায় না পেয়ে নদীর পাড়েই আশ্রয় নেই। সেনাবাহিনী আমাদের খোঁজ পেয়ে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসে।
আরও পড়ুনসেখানে থাকার ঘর, কম্বল, সোয়েটার, খাবারসহ অনেক যত্ন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ বলেন, মধ্যরাতের টহল পরিচালনার সময়ে স্থানীয় কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় বরযাত্রীদের শীতার্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ক্যাম্পের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাতযাপন করতে দেয়া হয়। পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পুনরায় নৌকায় তুলে দেয়া হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘন কুয়াশায় যমুনা নদীতে রাতে সকল ধরনের নৌযান চলাচল করতে মাঝিদের নিষেধ করা হয়েছে। তাদের বিষয়টি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মন্তব্য করুন









