চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।
মুজিব মালের চাচাতো ভাই মানিক মাল বলেন, ঘটনার সময় তিনি পারিবারিক কাজ শেষে বাগড়া বাজার থেকে সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ওই সময় পিছন দিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনচাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যক্তির সুরতহাল তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার কথা বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)







