ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০১:৫৬ দুপুর

আলোচনা হয়নি বিসিসিআইয়ে, কার নির্দেশে বাদ মোস্তাফিজ?

আলোচনা হয়নি বিসিসিআইয়ে, কার নির্দেশে বাদ মোস্তাফিজ?, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করার বিষয়ে নাকি জানতেনই না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বেশিরভাগ কর্তা। বোর্ডের কোনও বৈঠকও হয়নি এই বিষয়ে। আইপিএল’র গভর্নিং কাউন্সিলের কর্তারাও কিছু জানতেন না।

বিসিসিআই-এর একটি সূত্র থেকে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানাচ্ছে, বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে দেওয়া হবে না। কেকেআরকে বলা হবে, মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দিতে। আইপিএল’র সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন, ‘আমরা নিজেরাও সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছিলাম। কোনও আলোচনা হয়নি। আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’ বোঝাই যাচ্ছে, মোস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল। সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল।

শনিবার মোস্তাফিজকে নিয়ে বিসিসিআই সচিব শইকীয়া বলেছিলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএল’র অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’

আরও পড়ুন

এই ঘটনার জেরে জল অনেক দূর গড়িয়েছে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ৭ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি’র কাছে অনুরোধ করেছে, তাদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়। সোমবার বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষাবর্ষ শুরুর সাতদিনেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বই পায়নি শিক্ষার্থীরা

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল : সাদিক কায়েম

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ.আজিজ নিহত