ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ রাত

দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো : শায়েখে চরমোনাই

ছবি: সংগৃহীত, দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো : শায়েখে চরমোনাই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোকবইয়ে দলের পক্ষ থেকে শোকবার্তা লেখেন। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

শোকবইয়ে শায়েখ চরমোনাই লেখেন, দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্বকে হারিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

আরও পড়ুন

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমরান সালেহ প্রিন্স, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও কে এম শরীয়াতুল্লাহ উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেন, বাংলাদেশের একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশবাসী শোকাহত, আমরাও শোক প্রকাশ করছি। তিনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন এবং তার মৃত্যু দেশে একটি শূন্যতা তৈরি করবে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই শূন্যস্থান ভবিষ্যতে আরেকজন দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে পূরণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ একজন দেশপ্রেমিক নেতৃত্ব হারালো : শায়েখে চরমোনাই

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টি নিষিদ্ধ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ ইসলাম

এভারকেয়ার হাসপাতাল, জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় বিজিবি মোতায়েন