ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৭ রাত

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

ছবি: সংগৃহীত, খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার নেতারা শোকবার্তা পাঠিয়েছেন।

এ ছাড়া খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেন, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে নেপাল সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা ছিল। তার শাসনামলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুন

এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, কানাডা, জার্মানি, ইরান, থাইল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটানসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন শোক জানিয়েছে। জাতিসংঘ জানায়, তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন খালেদা জিয়ার নেতৃত্বকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোকবইয়ে ইতোমধ্যে চীন, ভারত, পাকিস্তানসহ ২৮ দেশের কূটনীতিক স্বাক্ষর করেছেন। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান ও ব্রাজিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ করা হয়। বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ ইসলাম

এভারকেয়ার হাসপাতাল, জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না

আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ