খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ ইসলাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন মনোভাব বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আরও পড়ুনএর আগে নাহিদ ইসলাম বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1767120645.jpg)


