ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ রাত

এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ

ছবি: সংগৃহীত, এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার ৯৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ৬টায় (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি নেত্রী। এরপর থেকে তার মরদেহ ওই হাসপাতালেই রাখা হয়েছে।

খালেদা জিয়ার মরদেহ যেই পথে নেওয়া হবে তা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া’র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দফতর হয়ে তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে।

আরও পড়ুন

সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

ডিএমপি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টি নিষিদ্ধ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ ইসলাম

এভারকেয়ার হাসপাতাল, জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না