ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১২ দুপুর

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর বিনোদন অঙ্গন

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর বিনোদন অঙ্গন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশবাসীর পাশাপাশি শোকাহত দেশের বিনোদন জগতও। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা।

অনেক তারকাই খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল।

চিত্রনায়িকা শবনম বুবলী তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নির্মাতা আশফাক নিপুন লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুন

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লেখেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন। এছাড়াও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেক তারকা খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর বিনোদন অঙ্গন

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক : স্থগিত বিপিএল ও ফুটবল ম্যাচ

জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত হবেন খালেদা জিয়া

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

বর্ণাঢ্য জীবনের অধিকারী এক আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি