ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ রাত

ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

ছবি: সংগৃহীত, ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে সোমবার নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ের দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। ২৯ রান তার ব্যাট থেকে এসেছে। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা ৪৮টি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ৪৭টি ছক্কা মেরে এত দিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।

আরও পড়ুন

রংপুরের জার্সিতে ২০১৭ সালের বিপিএলে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরেছিলেন গেইল। বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি। তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম। গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ২৪ ইনিংস।

তানজিদ তামিম শীর্ষে উঠলেও তার এই রেকর্ড খুব দ্রুতই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তালিকার তিনে থাকা পারভেজ হোসেন ইমন চলতি বছরেই ২২ ইনিংসে ৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। এ বছর ইমনের হাতে আরও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে ৫টি ছক্কা হাঁকাতে পারলেই তামিমকে টপকে বছরের সর্বোচ্চ ছক্কা সংগ্রাহক হয়ে যাবেন ইমন।

এক নজরে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কা (স্বীকৃত টি-টোয়েন্টি):

তানজিদ হাসান তামিম (২০২৫): ৪৮টি ছক্কা (২৪ ইনিংস)
ক্রিস গেইল (২০১৭): ৪৭টি ছক্কা (১১ ইনিংস)
পারভেজ হোসেন ইমন (২০২৫): ৪৪টি ছক্কা (২২ ইনিংস)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন : লুৎফুজ্জামান বাবর

নবীজি (সা.) যে সময় শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকল্পের কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পিচ

বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু