ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ রাত

বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত, বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রুকনিয়াত বাতিল করে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এর আগে ২৮ ডিসেম্বর তিনি দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ কারণেই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে জানায় দলটি।

আরও পড়ুন

এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার অনুসারীরা দাবি করেন, দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন ও তৃণমূলে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই জনআকাঙ্ক্ষা থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াত নেতারা বলেন, দলীয় শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত ও এলাকার উন্নয়ন : লুৎফুজ্জামান বাবর

নবীজি (সা.) যে সময় শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকল্পের কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পিচ

বগুড়ার আদমদীঘিতে কর্তব্যরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

রংপুরে অভিনেত্রী মমেনা চৌধুরীর একক অভিনয়ে ‘গোধুলিবেলায়’ মঞ্চায়িত