রংপুরে অভিনেত্রী মমেনা চৌধুরীর একক অভিনয়ে ‘গোধুলিবেলায়’ মঞ্চায়িত
রংপুর জেলা প্রতিনিধি: সামাজিক প্রেক্ষাপটে ধর্ষণের শিকার নারীর জীবনের চাপা কান্না, লাঞ্ছনা-বঞ্চনার গল্প নিয়ে লেখা ‘গোধুলিবেলায়’ মঞ্চায়িত হয়েছে রংপুরে। গতকাল রোববার রাতে রংপুর নগরীর বিকন মোড়ে ভাস্কর অনিক রেজার আর্ট গ্যালারির মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়।
নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্প নিয়ে লেখা নাটকটি রচনা করেছন দেশের জনপ্রিয় অভিনেত্রী মোমেনা চৌধুরী। বঞ্চনার শিকার হয়ে নিজেকে আড়াল কিংবা শেষ করার চেয়ে প্রতিবাদী জীবন বেঁচে নেওয়ার আহবান দর্শকদের মনে দাগ কেটেছে। পুরো নাটকে প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদের গল্প ফুটে ওঠেছে। ‘গোধুলিবেলায়’ নাটকটি প্রযোজনা করেছেন শূন্যন রেপার্টরি থিয়েটার আর নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, নাটকে শুধু নারীর কাহিনি তুলে ধরা হয়নি বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে। এটি যদি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার ও আমাদের সবচেয়ে বড় সফলতা।
আরও পড়ুননাটক শেষে মঞ্চে অনুভূতি ব্যক্ত করেন- চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, প্রবীণ নাট্যশিল্পী আশিক ইকবাল, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আল আমিন, রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ভাস্কর অনিক রেজা, সংগীত শিল্পী কাকন। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরী। নাটকের পূর্বে সংগীত পরিবেশন করা হয়।
মন্তব্য করুন







