কুড়িগ্রামের ৪টি আসনে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসন: ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এএমএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই, গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসন: ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইয়াছিন আলী সরকার, জাতীয় পার্টির আলহ্জা পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মোঃ নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির মো: আতিকুর রহমান, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন: ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মাহবুবুল আলম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোয়ন দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকার।
আরও পড়ুনকুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসন: ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ রুকুনুজ্জামান, বিএনপির মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলহাজ¦ মোঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল মন্ডল, বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক ও বাসদ (মার্কবাদী) বাবু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছাঃ শেফালী খাতুন।
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক এমপি রুহুল আমিন ও বিএনপি’র মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি।
মন্তব্য করুন







