ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ বিকাল

তারেক রহমানের প্রত্যাবর্তনে নতুন আশার আলো খুঁজে পেয়েছি: বাঁধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আজমেরী হক বাঁধন

দেশের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী আজমেরী হক বাঁধন বরাবরই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজের স্পষ্ট মতামতের জন্য পরিচিত। এবার দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তারেক রহমানের ফিরে আসার মধ্যে আগামীর বাংলাদেশের জন্য এক নতুন ‘আশার আলো’ দেখছেন এই অভিনেত্রী।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে বাঁধন উল্লেখ করেন, দেশের নানা অনিশ্চয়তা ও বেদনার মাঝে তারেক রহমান ও তার পরিবারের প্রত্যাবর্তন তাকে আশাবাদী করেছে। তিনি বিশেষভাবে লক্ষ্য করেছেন তারেক রহমানের কিছু ব্যক্তিগত আচরণ। বাঁধন লেখেন, “নিজের স্ত্রী ও কন্যার প্রতি দেখানো সম্মান এবং তাঁর জন্য রাখা বিশেষ আসনের পরিবর্তে সাধারণ প্লাস্টিক চেয়ারে বসার বিষয়টা লক্ষ্য করেছি। এমনকি তাঁদের পোষা বিড়ালের প্রতি তাঁদের মমতাও আমার হৃদয় ছুঁয়ে গেছে।” বাঁধনের মতে, দয়া এবং নেতৃত্ব—উভয়ই ঘর থেকে শুরু হয়, যা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দেয়।

 

পোস্টে নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন বাঁধন। তিনি জানান, তার অভিনীত একটি ছবি ইতোমধ্যে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে এবং অন্যটিও বড় কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, “এটি কোনো ভাগ্য নয়, বরং বছরের পর বছর কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং সততার ফল।”

তবে শিল্পীদের মধ্যে পারস্পরিক ঈর্ষা এবং চরিত্রহননের সংস্কৃতি দেখে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “কিছু শিল্পীকে উন্নতির পরিবর্তে ঈর্ষা, চরিত্রহনন এবং অবমাননার পথ বেছে নিতে দেখাটা কষ্টদায়ক। এই সংস্কৃতি আমাদের সৃজনশীল সমাজকে দুর্বল করে দেয়।”

আরও পড়ুন

বক্তব্যের শেষে দেশের আগামী দিনের নেতৃত্বের প্রতি নিজের প্রত্যাশার কথা জানান ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতারা প্রমাণ করবেন যে ‘জবাবদিহিতা’ ও ‘সহমর্মিতা’ কেবল শব্দমাত্র নয়। দেশ এমন নেতৃত্ব পাওয়ার যোগ্য যারা শাসন নয়, বরং মানুষের সেবা করবেন।

 

বাঁধনের এই পোস্টটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই পর্যালোচনামূলক এবং সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রত্যাবর্তনে নতুন আশার আলো খুঁজে পেয়েছি: বাঁধন

একসঙ্গে জায়েদ-ফারিয়া

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইমন ও আফিফের ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর সিলেটের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি