ইমন ও আফিফের ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর সিলেটের
ঘরের মাঠে টস হারলেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমনের টর্নেডো ইনিংস এবং আফিফ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। রাজশাহীর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে চ্যালেঞ্জিং এই স্কোর দাঁড় করায় সিলেট।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিলেটের পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। আউট হওয়ার আগে মাত্র ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা দেন তিনি। উদ্বোধনী জুটিতে ৩৬ রান আসার পর দ্রুতই ফিরে যান হজরতউল্লাহ জাজাই (২০)।
তিন নম্বরে নামা রনি তালুকদার ২৫ বলে ৩৬ রান করে ইনিংসের হাল ধরেন। তবে আসল বিনোদন তখনও বাকি ছিল। ক্রিজে এসেই চার-ছক্কার বৃষ্টি শুরু করেন পারভেজ হোসেন ইমন। মাত্র ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ তুর্কি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৩ বলে ৬৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল মোট ৪টি চার ও ৫টি ছক্কার মার।
আরও পড়ুনইমনকে যোগ্য সঙ্গ দেন আফিফ হোসেন। এই দুই ব্যাটার মিলে মাত্র ৪১ বলে ৮৬ রানের এক টর্নেডো জুটি গড়েন। আফিফ ১৯ বলে ৩৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হলেও ততক্ষণে সিলেটের সংগ্রহ ১৯০ ছাড়িয়ে যায়। রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট পান।
রাজশাহীর সামনে এখন লক্ষ্য ১৯১ রানের। ঘরের মাঠে এই বিশাল পুঁজি নিয়ে সিলেট তাদের বোলিং আক্রমণ দিয়ে জয় ছিনিয়ে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন

_medium_1766739802.jpg)

_medium_1766730699.jpg)

_medium_1766686647.jpg)
_medium_1766686069.jpg)

