দুই বন্ধুর লড়াই দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএল
স্পোর্টস ডেস্ক : চা বাগান ও পাহাড়ি সৌন্দর্যের নগরী সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাক্কাতুরা স্টেডিয়ামে মাঠে নামবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহ দুই বন্ধু নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই।
উদ্বোধনী ম্যাচে দর্শক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, '৬০৫ জন সদস্য দায়িত্বে থাকবেন। নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব প্রস্তুতি শেষ করেছি।'
আরও পড়ুনবিপিএলের প্রথম দুই দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। এবার পুরোপুরি অনলাইনে কাগজবিহীন টিকেট বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন


_medium_1766667022.jpg)






