বগুড়া রেল স্টেশন এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়া রেল স্টেশন এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ অনুমানিক ৪৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, রেল স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের দিন বুধবার রাতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার বাম পায়ের গোড়ালি পঁচে গন্ধ বের হচ্ছিল। গত রাত ৯টা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।
আরও পড়ুনপিবিআই সদস্যরা এসে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারে অনুসন্ধান করেও তার পরিচয় পায়নি। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, পরণে নীল-সাদা রঙের জামা, খয়েরি পায়জামা ও ছাই রঙের জ্যাকেট ছিল। ছিন্নমূল কয়েকজন জানান, তিনি ৫-৬ দিন ধরে স্টেশন এলাকায় ঘুরছিলেন। তিনি অসুস্থ ছিলেন, ফুটপাতে ঘুমাতেন। তার পায়ে ঘা হয়েছিল।
মন্তব্য করুন







