নাটোরে বেড়াতে নিয়ে গিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইনে ড়োতে নিয়ে গিয়ে তাম্মি আক্তার (২৫) নামের এক গৃহবধূর গলা কেটে হত্যা করা করা হয়েছে। এমন অভিযোগে ঘটনাস্থল থেকে তার সাবেক স্বামী রবিন হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শোভদিদারপাড়া (ইউএনও পার্ক সংলগ্ন) রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত তাম্মি আক্তার উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। রবিন হোসেন সেনাবাহিনীর সৈনিক পদে চট্টগ্রামে কর্মরত ছিলো। তারা দু’জনেই সাবেক স্বামী ও স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর রবিন হোসেন ও তাম্মি আক্তারের বিয়ে হয়। এরপরে তাদের মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় এক মাসে আগে তাদের ডিভোর্স হয়। আবারও বিয়ের প্রলোভন দিয়ে তাম্মি আক্তারকে ডেকে ছুরি দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করে।
আরও পড়ুনঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আটককৃত সাবেক স্বামী রবিন হোসেকেও আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন







