ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৯ দুপুর

৪৫ বছর বয়সে বিয়ে পিঁড়িতে টেনিস তারকা ভেনাস উইলিয়ামস!

৪৫ বছর বয়সে বিয়ে পিঁড়িতে টেনিস তারকা ভেনাস উইলিয়ামস!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ৪৫ বছর বয়সে এসে বিয়ে করলেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। বিয়ে করলেন ইতালিয়ান অভিনেতা-প্রযোজক আন্দ্রেয়া প্রেটিকে। গত ১৮ সেপ্টেম্বর ইটালির ইস্কিয়ায় গোপন পারিবারিক অনুষ্ঠানে দু’জনের বাগ্দান সম্পন্ন হয়। ফ্লোরিডার পাম বিচে বিয়ে করলেন তারা। নতুন জীবনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ছোট বোন আরেক টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।

সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর সঙ্গে আন্দ্রেয়ার বিয়ের মূল অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ে নিয়ে বেশি হইচই করতে চাননি বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়। সেরেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাবার্তা পোস্ট করার পর সবাই বিষয়টি জেনেছেন। শুভেচ্ছাবার্তায় সেরেনা লিখেন, ‘আমার বোনের সঙ্গী। ভেনাস, কিভাবে শুরু করব! বাড়ির উঠোনের কোর্ট থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত তুমি সব সময় অনুপ্রেরণা, শক্তি। যে কোনও ট্রফির থেকেও বড় তোমার হৃদয়। ভালবাসা ঘেরা এই পরবর্তী অধ্যায়ে তোমাকে পা রাখতে দেখে মনে হচ্ছে, সূর্যোদয় দেখছি। স্থির, শক্তিশালী এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’

সেরেনা আরও লিখেছেন, ‘তুমি আমার সেরা বন্ধু। আমার রক্ষক। আমার শিক্ষক। সব সময় নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর পরামর্শ দিয়েছ। তোমাকে এত খুশি, উজ্জ্বল এবং পরিপূর্ণভাবে দেখাই আমার কাছে সবকিছু। ভালবাসা, অংশীদারিত্ব, আনন্দ- প্রতিদিন একে অপরকে বেছে নেওয়া আজীবনের জন্য। শুধু আজ নয়, সব সময় তোমার পাশে থাকতে পেরে আমিও গর্বিত।’ সেরেনা নিজের পোস্টে বড় বোনের সঙ্গে বিয়ের পোশাকে ছবিও দিয়েছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ বছর বয়সে বিয়ে পিঁড়িতে টেনিস তারকা ভেনাস উইলিয়ামস!

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি আলজেরিয়ার

দেশে ফিরলেন তাসকিন-মোস্তাফিজ

ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা-রণতরী মোতায়েন

এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার