তাসকিনদের থামিয়ে প্লে অফের পথে মোস্তাফিজরা
স্পোর্টস ডেস্ক : বল ও ব্যাট, দুই বিভাগেই দাপট দেখিয়ে আইএল টি–টোয়েন্টির প্লে–অফের পথে বড় এক ধাপ এগোল দুবাই ক্যাপিটালস।
দুবাইয়ে আগে ব্যাট করা শারজাহ ওয়ারিয়র্সকে ১৩৪ রানে আটকে দেয় মোহাম্মদ নবি নেতৃত্বাধীন দলটি। মোস্তাফিজুর রহমান ও ওয়াকার সালামখিল বল হাতে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। চার ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টে মোস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়ায় ১৫-এ। তবে আরও দুই উইকেট নিয়ে আফগান স্পিনার সালামখিল এককভাবে শীর্ষে উঠে যান।
সহজ লক্ষ্য তাড়ায় শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স আত্মবিশ্বাসী শুরু এনে দেন। ৫১ রান করে শায়ান ফিরলেও শেষ পর্যন্ত অবিচল থাকেন কক্স—৫০ বলে অপরাজিত ৬১ রান করেন তিনি। ১৮তম ওভারে তাসকিন আহমেদের কড়া বোলিংয়ে কিছুটা চাপ তৈরি হলেও, পরের ওভারে টিম সাউদির কাছ থেকে ১৮ রান তুলে নেয় দুবাই। শেষ ওভারে রোভম্যান পাওয়েলের ছক্কায় নিশ্চিত হয় ৬ উইকেটের জয়।
আরও পড়ুনএই জয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই রইল শারজাহ ওয়ারিয়র্স।
মন্তব্য করুন









