ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল

অভিনব দক্ষতায় সবাইকে ছাড়ালেন হকি খেলোয়াড় আমিরুল

হকি খেলোয়াড় আমিরুল।

স্পোর্টস ডেস্কঃ  ফুটবল, ক্রিকেটের ব্যস্ততায় দেশের অন্য খেলাগুলো খানিকটা আড়ালেই থাকে। তবে এবার যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স, বিশেষ করে সেখানে আমিরুলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি সবাইকে ছাপিয়ে গেছে। ফুটবল-ক্রিকেটের বাইরে ২০২৫ সালে অন্য খেলার উল্লেখযোগ্য ঘটনাগুলো ফিরে দেখা যাক-
 
বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের, সর্বোচ্চ গোলদাতা আমিরুল।
 
যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে। প্রথম অংশগ্রহণেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো শক্তিশালীর দলের বিপক্ষে অসাধারণ লড়াই করেছে। ১৭-২৪তম স্থান নির্ধারণী পর্যায়ে তিন ম্যাচ জিতে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ।
 
যুব হকি বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন বাংলাদেশের খেলোয়াড় আমিরুল ইসলাম। তিনি চারটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবার তো বটেই, যুব হকি বিশ্বকাপে আগের কোনো আসরে এত গোল কেউ করতে পারেনি। বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অন্য কোনো ক্রীড়াবিদের এমন কোনো স্বীকৃতি নেই।
 
 
জিমিকে বাদ দিয়ে বিতর্ক
বাংলাদেশের হকির অন্যতম কিংবদন্তি রাসেল মাহমুদ জিমি। ৩৭ বছর বয়সেও তিনি ফিটনেস সচেতন এবং অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েন মাঠে। সেই জিমিকে এএইচএফ কাপের প্রাথমিক দলে রাখেনি ফেডারেশন। ৩২ বছরের বেশি কাউকে দলে রাখবে না এমন অবস্থান ছিল ফেডারেশনের। যা ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনা সৃষ্টি করে। গণমাধ্যম ও সাবেক খেলোয়াড়রা এ নিয়ে অনেক সমালোচনা করেছে। এরপরও ফেডারেশন জিমিকে দলে নেয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ জিমির বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল।
 
 
এএইচএফ কাপে বাংলাদেশ বিগত আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফাইনালেই উঠতে পারেনি। এরপরও এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান খেলতে না পারায়। এএইচএফ কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন পুষ্কর ক্ষিসা মিমো। সেই মিমোকে আবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়। এশিয়া কাপের দলের সময়ও জিমিকে ডাকেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনব দক্ষতায় সবাইকে ছাড়ালেন হকি খেলোয়াড় আমিরুল

জাতীয় সমঝোতা: তারেক রহমানের নতুন রাজনীতির রূপরেখা

সিরাজগঞ্জে তুলার গোডাউনে আগুনে ২০ লাখ টাকা ক্ষতি

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্বে আলী রীয়াজ

রংপুরে ভোটার বেড়েছে ১ লাখ ৬৬ হাজার