ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ  শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান। ডাক পেতে পারেন রাইজিং স্টারস এশিয়া কাপে আলো ছড়ানো ওপেনার মাআজ সাদাকাত। সালমান আলি আগার নেতৃত্বে তিন ম্যাচের এই সিরিজটি হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের শেষ প্রস্তুতি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে এমন খবর। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিজ্ঞ তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির খেলা এই সিরিজে অনিশ্চিত। কারণ দু’জনই বর্তমানে বিগ ব্যাশ লিগে ব্যস্ত সময় পার করছেন। বাবর খেলছেন সিডনি সিক্সার্সের হয়ে, আর শাহিন ব্রিসবেন হিটের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন


জিও সুপার জানিয়েছে, বাবর আজম ও শাহিন আফ্রিদির দলে থাকা পুরোপুরি নির্ভর করছে তাদের প্রাপ্যতার ওপর।  সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পাকিস্তানি খেলোয়াড়রা পুরো বিগ ব্যাশ লিগ মৌসুমেই অংশ নেবেন। যদি সেটাই চূড়ান্ত হয়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাবর ও শাহিনকে দেখা নাও যেতে পারে।

এই সিরিজ দিয়েই দীর্ঘদিনের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন শাদাব খান। পাকিস্তানের মিডল অর্ডার এখনো পুরোপুরি স্থির না হওয়ায়, শাদাবের প্রত্যাবর্তন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘মেন ইন গ্রিন’-এর জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।

এদিকে তরুণ ব্যাটার মাআজ সাদাকাতও সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেতে পারেন। রাইজিং স্টারস এশিয়া কাপে মাত্র পাঁচ ম্যাচে ১২৯ গড় ও ১৭৭.৯৩ স্ট্রাইকরেটে করেছিলেন ২৫৮ রান।

তবে মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশে খেললেও হারিস রউফ টি–টোয়েন্টি দলে ফিরতে পারেন। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে পাকিস্তান তাদের বোলিং ইউনিটে নতুন করে সাজাতে পারে। দক্ষিণ আফ্রিকা সিরিজ ও ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে বেঞ্চে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন রউফ।

সব মিলিয়ে, ১৯ স্ট্রাইক রেটে ৯ উইকেট নিয়ে সিরিজ শেষ করা হারিস রউফের টি–টোয়েন্টি দলে ফেরা আসন্ন বিশ্বকাপের আগে পাকিস্তানের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন

তারেক রহমানের আগমন উপলক্ষে ‘বন্ধু আসছে বহুদিন পড়ে’ গান গেয়ে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস

তারেক রহমানের মুখোশ পরে ছাত্রদলের আনন্দ মিছিল

ধুনটে যুবলীগ নেতা গ্রেফতার  

হবিগঞ্জে খড়বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার, আটক ২

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির  প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ