তারেক রহমানের সাথে আসছে সেই বিড়ালও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। একই সঙ্গে তার সঙ্গে কারা আসছেন, তা নিয়েও রয়েছে আগ্রহ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি লন্ডন থেকে ঢাকায় ফিরছেন।
তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে থাকছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি তাদের ব্যক্তিগত দুইজন স্টাফ ও পরিবারের সদস্য হিসেবে একটি পোষা বিড়ালও দেশে আসছে। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, পরিবারের সবাই একই ফ্লাইটে ফিরছেন। এর আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও পরিবারের সবার প্রিয় হয়ে উঠেছে।
দেশে ফেরার পর প্রথম তিন দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান।
আরও পড়ুনতিনি বলেন, বৃহস্পতিবার বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি ৩০০ ফিট সড়কের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফিরবেন।
২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ২৭ ডিসেম্বর শনিবার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1766590459.jpg)
_medium_1766589599.jpg)


_medium_1766588221.jpg)