ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত

বড়দিনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিসি মাসুদ

রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শন শেষে ডিসি মাসুদ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন চার্চসহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে বড়দিনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিসি মাসুদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ডিএমপি কমিশনারের নেতৃত্বে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাতে সবাই নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করতে পারে, সে লক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাকরাইল চার্চ রাজধানীর অন্যতম বড় চার্চ।

আরও পড়ুন

এখানে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আজ থেকেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে। আমাদের মতে এখানে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই। সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

ডিসি মাসুদ আলম জানান, বড়দিনের সব আয়োজন যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দিনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিসি মাসুদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ডিএমপির ট্রাফিক নির্দেশনা জারি

বগুড়ায় কেক ও পিৎজা বানিয়ে গৃহিণীর প্রতিমাসে আয় ২৫-৩০ হাজার টাকা

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

বগুড়ায় দুই প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি  নিরাপত্তা কর্মীর শর্টগান লুট 

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান