ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত

পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল

পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় আরও ৬ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের আগের সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে এই সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূরবর্তী ভোটারদের জন্য এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ লাখের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন এবং এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 

এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। পরিশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল

শনিবার খোলা থাকছে ব্যাংক

বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা মামলায় আরও দু’জন গ্রেফতার 

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

রংপুরে ক্যানেল থেকে এক ব্যক্তির গলাকাটা  মরদেহ উদ্ধার