বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা মামলায় আরও দু’জন গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস সড়কের পাশে লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে (৩৫) অপহরণ করে হত্যার ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হালো-আদমদিঘী উপজেলার জিনুইর গ্রামের মঈনউদ্দিনের ছেলে এনামুল হক (৪১) ও আব্দুস সাত্তারের ছেলে বাবলু রহমান (৪৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে পারলেও এই হত্যার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেলেও মামলার স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। গ্রেফতারকৃত এনামুল ও বাবলু রহমানকে গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766583282.jpg)





