ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় গেছেন রংপুরের ৫০ হাজার নেতাকর্মী

সংগৃহিত,তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় গেছেন রংপুরের ৫০ হাজার নেতাকর্মী

রংপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও স্বাগত জানাতে রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বাস, মাইক্রোবাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। গতকাল বুধবার রাতের মধ্যেই বাকিরা ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার করে নেতাকর্মী ঢাকায় নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে দুইদিন আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে দলবদ্ধভাবে নেতাকর্মীদের যাত্রা শুরু হয়েছে। ঢাকায় অবস্থান, খাওয়া-দাওয়াসহ সার্বিক ব্যয়ভার বহন করছেন দলীয় নেতারা।
এদিকে, দলীয় কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বহু মানুষ ঢাকায় যাচ্ছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রংপুর জুড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শহর থেকে গ্রাম পর্যন্ত নিয়মিত মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে।

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, মহানগরের ৩৩টি ওয়ার্ডে শুভেচ্ছা মিছিলের পাশাপাশি দলবদ্ধভাবে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা শুধু দলীয় নয়, সাধারণ মানুষের মাঝেও আশার সঞ্চার করেছে।

আরও পড়ুন

জানা গেছে, পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে শতাধিক বাস, মিনিবাস ও মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। বিশেষ ট্রেনও প্রস্তুত রাখা হয়েছে।রংপুর জেলা বিএনপির নেতারা আশা করছেন, তারেক রহমানকে বরণ করে নিতে ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হবে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় গেছেন রংপুরের ৫০ হাজার নেতাকর্মী

ডেইলি স্টার থেকে কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

আক্কেলপুরে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ 

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন

তারেক রহমানের আগমন উপলক্ষে ‘বন্ধু আসছে বহুদিন পড়ে’ গান গেয়ে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস