ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল

আক্কেলপুরে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ 

সংগৃহিত,আক্কেলপুরে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি গভীর নলকূপের পাশে নতুন করে অগভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গভীর নলকূপের মালিক মামুনুর রশিদ লালু (৫০) গুরতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কালাইকুড়ি মাঠে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইকুড়ি মাঠের প্রায় ১৮০ বিঘা জমিতে সেচ সুবিধা দিয়ে আসছিল মামুনুর রশিদ লালুর মালিকানাধীন একটি গভীর নলকূপ। তবে স্থানীয় কৃষকদের একাংশের অভিযোগ, লালু সময়মতো সেচের পানি সরবরাহ করতেন না এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করতেন। এ কারণে কৃষকরা নিজেদের উদ্যোগে ওই মাঠেই একটি অগভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নেন। গত মঙ্গলবার সকালে অগভীর নলকূপ স্থাপনের কাজ দেখতে গেলে গভীর নলকূপের মালিক মামুনুর রশিদ লালুর সঙ্গে স্থানীয় কৃষকদের বাকবিতন্ডা শুরু হয়। লালুর পক্ষের দাবি, এক পর্যায়ে তাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। 

তবে কৃষকদের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, লালু তর্কের একপর্যায়ে নিজেই পড়ে গিয়ে আহত হয়েছেন। তারা জানান, ভবিষ্যতে তারা আর ওই গভীর নলকূপ থেকে পানি নেবেন না। 
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দুই পক্ষের এই বিরোধের কারণে সাধারণ কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রত সমাধান না হলে চলতি মৌসুমে ফসল না হওয়ার আশঙ্কা রয়েছে। 

আক্কেলপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ 

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ছেন বাবর-শাহিন

তারেক রহমানের আগমন উপলক্ষে ‘বন্ধু আসছে বহুদিন পড়ে’ গান গেয়ে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস

তারেক রহমানের মুখোশ পরে ছাত্রদলের আনন্দ মিছিল

ধুনটে যুবলীগ নেতা গ্রেফতার  

হবিগঞ্জে খড়বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার, আটক ২