শাপলার সেলফিতে আঁখি আলমগীর
বিনোদন ডেস্কঃ বহুবছর ধরেই স্টেজ শো’তে শীর্ষস্থানে অবস্থান করে সঙ্গীত পরিবেশন করে আসছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর।
স্টেজ-এ আঁখি আলমগীরের গান মানেই শ্রোতা দর্শকের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়া। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আঁখি আলমগীরের সঙ্গে দেখা হয় এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শাপলা পালের। শাপলা আঁখি আলমগীরের সঙ্গে পরিচিত হয়ে তার সঙ্গে কুশলাদি বিনিময় শেষে শাপলা তার নিজের মোবাইলে আঁখি আলমগীরের সঙ্গে সেলফি তুলে সময়টাকে ফ্রেমবন্দী করে রাখেন।
আরও পড়ুনশাপলা বলেন,‘ আঁখি আপা আমার খুউব প্রিয় একজন শিল্পী। তার গানেতো মুগ্ধ হই, পাশাপাশি তার হাসি, তার বিনয়, তার আন্তরিকতা দারুণভাবে মুগ্ধ করে।’
মন্তব্য করুন

_medium_1766592331.jpg)



_medium_1766504554.jpg)
_medium_1766502364.jpg)

_medium_1766591215.jpg)
_medium_1766590459.jpg)