ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৩ দুপুর

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে আলোচনায় এসেছিল ‘হোমবাউন্ড’। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড়সড় আইনি জটিলতায় পড়েছে সিনেমাটি। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ উঠেছে।

নীরজ ঘাওয়ান পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার বহুল আলোচিত উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো ধরনের অনুমতি বা স্বীকৃতি ছাড়াই সিনেমাটির গল্প, চরিত্র ও প্রেক্ষাপট নেওয়া হয়েছে। পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন, সংগ্রাম ও বেদনাবিধুর বাস্তবতাকে কেন্দ্র করেই তিনি উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, তার বইয়ের মূল কাহিনি, চরিত্র নির্মাণ এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবিটির বিস্ময়কর মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয়ার্ধের গল্পের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য ‘অস্বাভাবিকভাবে হুবহু’ বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠান লেখিকা। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, তার সৃজনশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের সরাসরি লঙ্ঘন।

আরও পড়ুন

অন্যদিকে, এত গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর

মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

বগুড়া-২ মান্নাকে সহ শরিকদের আরও সাতটি আসন ছেড়ে দিলো বিএনপি

শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

এনরিকে ‘আজীবন’ রাখতে চায় পিএসজি

এককভাবে নির্বাচন করবে এলডিপি : কর্নেল অলি