ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহতের একদিন পর এ ঘটনা ঘটলো।

বুধবারের ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, শহরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে পুলিশের গাড়ির কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান ট্রাফিকের দুই সদস্য। তারা যখন ওই ব্যক্তির দিকে এগিয়ে যান তখনই বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। 

গত সোমবার একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। তদন্তকারীরা তখন ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে। সবশেষ ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে। 

আরও পড়ুন

বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। টহল দল তার গতিবিধিতে বাধা দেওয়ার পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এ ঘটনা জড়িত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্কোতে আবারও বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

বগুড়া-২ মান্নাকে সহ শরিকদের আরও সাতটি আসন ছেড়ে দিলো বিএনপি

শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

এনরিকে ‘আজীবন’ রাখতে চায় পিএসজি

এককভাবে নির্বাচন করবে এলডিপি : কর্নেল অলি

আজ দেশের উদ্দেশে সপরিবারে লন্ডন ছাড়বেন তারেক রহমান