ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত

রুনা লায়লা’তে অনুপ্রাণিত হয়ে গানের ভুবনে সুইটি

সঙ্গীতশিল্পী সুইটি ।

অভি মঈনুদ্দীনঃ নাজমা সুইটি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। সেই ছোট্টবেলা থেকেই গানের প্রতি তার ভীষণ ভালোলাগা। বিশেষত টেলিভিশনে, রেডিওতে যখন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা’র গান প্রচার হতো ভীষণ মনোযোগ দিয়ে তার গান শুনতেন।

রুনা লায়লার গান যতোটা মুগ্ধ করতো সুইটিকে, রুনা লায়লার স্টাইলও তাকে দারুণ আকর্ষন করতো। যে কারণে একটা সময় বড় হয়ে রুনা লায়লার মতো বিখ্যাত সঙ্গীতশিল্পী হবার নেশা গানের চর্চা শুরু করলেন ওস্তাদ মিহির লালা ও গানের শিক্ষিকা রিতার কাছে। ১৯৮৯ সালের ৫ নভেম্বর জন্ম নেয়া সুইটি পড়াশুনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। খুউব অল্প বয়সেই বিয়ে হয়ে যাবার কারণে সংসার জীবনেই মনোযোগ দিতে হয়। তবে মূলত বিয়ের পরপরই স্টেজ শো’তে তার পেশাগত যাত্রা শুরু হয়। সুইটির ভাষ্যমতে প্রায় বিশ বছর যাবত তিনি স্টেজ শো’তে গান গেয়ে ঢাকা’সহ বাংলাদেশের জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠানে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। সব ধরনের গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সুইটি জানান, মূলত তিনি স্টেজ শো’তে স্টেজ মাতানো গানই গেয়ে থাকেন। স্টেজ শো’তে তিনি তার প্রিয় শিল্পী রুনা লায়লার গানও গেয়ে থাকেন। বিশেষত রুনা লায়লার কন্ঠের ‘দামা দাম মাস্ত কালান্দার’, ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’,‘ যখন থামবে কোলাহল’ গানগুলো তিনি গেয়ে থাকেন অনায়াসে। সুইটির প্রথম প্রকাশিত মৌলিক গান আরিফিন রুমীর সঙ্গে ডুয়েট গান ‘মন শুধু তোমাকে চায়’।

আরও পড়ুন

এছাড়াও কাজী শুভ’র সঙ্গে ‘বাজে প্রেমের ঘন্টা’সহ আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সুইটি জানান, এই মুহুর্তে আরো নতুন কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। এরইমধ্যে গান নিয়ে সব ধরনের পরিকল্পনা শেষ। নতুন বছরেই নতুন মৌলিক গান প্রকাশ করবেন তিনি। সুইটি, প্রায় বিশ বছর ধরে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করলেও দেশের বাইরে কখনো স্টেজ শো করা হয়নি।

তবে ২০২৬ সালটায় তিনি বেশ কয়েকটি দেশে স্টেজ শো করবেন বলে নিশ্চিত করেছেন। নাজমা সুইটির বয়স যখন তিন তখন তার বাবা আমির হোসেন মারা যায়। তার মা ফাতেমা খাতুন। সুইটির স্বামী সুমন আকবর দেশের প্রখ্যাত একজন ড্রামার ও অক্টোপ্যাড বাদক। তিন বোন এক ভাইয়ের মধ্যে সুইটিই সবার ছোট। সুইটি বলেন,‘ সেই ছোট্টবেলা থেকে শ্রদ্ধেয় রুনা লায়লা আপার গান শুনে শুনে বড় হয়েছি, তাকে আদর্শ মেনেই একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছি। অতি সাধারণ একজন শিল্পী আমি, কিন্তু অনেক স্বপ্ন আমার। পেশাগতভাবে গান গাইছি, কিন্তু আমি জানি অনেকদূর যেতে হবে আমাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লা’তে অনুপ্রাণিত হয়ে গানের ভুবনে সুইটি

বগুড়ার কাহালু সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজু গ্রেফতার

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহীদ পরিবারের সদস্যরা

হাদির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তার প্রতিবেশীরা

বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা জিল্লুর রহমান গ্রেফতার

কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক ১