ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৩ বিকাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন খল অভিনেতা আহমেদ শরীফ

অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন ডেস্কঃ  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তারকারা। কখনো অভিনয় দিয়ে, কখনো নেতৃত্বের অভিজ্ঞতা দিয়ে এই নির্বাচনে বরাবরই সক্রিয় থাকেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

 
 
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা জানান। আহমেদ শরীফ বলেন, আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তবে নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরব। যারা শিল্পী সমিতির জন্য কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেব।
 
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত হয়নি। আহমেদ শরীফ বলেন, সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।
 
 
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার অভ্যাস গড়বেন যেভাবে

হাদির হ/ত্যাকারীদের বি/চা/র নিশ্চিত করতে হবে, কোনো হাংকি পাংকি চলবে না- আব্দুল্লাহ আল জাবের

হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে : অর্থ উপদেষ্টা

মনোবলকে হাতিয়ার বানান: কোয়েল মল্লিক

রজব মাসের ফজিলত