ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ রাত

প্রথমবার বিচারকের ভূমিকায় তাসনিম আনিকা

তাসনিম আনিকা

অভি মঈনুদ্দীন ঃ তাসনিম আনিকা এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। বিশেষত স্টেজ শো’তে তিনি অনবদ্য একজন শিল্পী। নাচে গানে শ্রোতা দর্শককে তিনি মুগ্ধ করেন অনায়াসে। বছরজুড়েই স্টেজ শোতে আনিকার বেশ ব্যস্ততা থাকে। বছরের শেষপ্রান্তে এবং আগামী বছরের শুরুতেও আনিকার স্টেজ শো’তে ব্যস্ততা রয়েছেন।

আনিকা ভীষণ ফ্যাশন সচেতন একজন সঙ্গীতশিল্পী। যে কারণে এনটিভির উদ্যোগে শুরু হতে যাওয়া ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’-এর একটি পর্বের অতিথি বিচারকের কাজ করার সুযোগ পেলেন। দু’দিন আগে তিনি এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। জীবনে প্রথম এই ধরনের প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত আনিকা। কারণ তিনি একজন সঙ্গীতশিল্পী। হতে পারতেন তিনি গানের প্রতিযোগিতার বিচারক। কিন্তু তিনি হয়েছেন ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র বিচারক। সংবাদের শিরোনাম দেখে পাঠকও ভাবতে পারেন যে আনিকা গানের প্রতিযোগিতারই হয়তো বিচারক হয়েছেন। কিন্তু ঘটনা ভিন্ন।

তাসনিম আনিকা বলেন,‘ আমার জীবনে কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিলো না। আমি গানের মানুষ। ভেবেছিলাম হয়তো কখনো গানের প্রতিযোগিতার বিচারক হবো। যেহেতু আমি নিজেও ফ্যাশন কনসার্ণ, স্টাইল কনসার্ণ-তাই আমাকে এই ধরনের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কানিজ আলমাস খান আপা এবং কাজী কামরুল ইসলাম ভাই আমাকে প্রতিযোগিদের বিচার করার ব্যাপারে, মার্কস দেবার ব্যাপারে নানানভাবে সহযোগিতা করেছেন। আমি পুরো সময়টাই আসলে ভীষণ উপভোগ করেছি। এটা আমার জন্য সত্যিই নতুন এক অভিজ্ঞতা। প্রত্যেক প্রতিযোগির জন্য অনেক শুভ কামনা রইলো। কৃতজ্ঞতা এনটিভির প্রতি।’

তাসনিম আনিকা জানান, বিচারক হিসেবে কাজ করার জন্য বেশ ভালো সম্মানীও পেয়েছেন তিনি। এদিকে কাল আনিকা সিরাজগঞ্জে ৯৫ ব্যাচের মিলন মেলায় সঙ্গীত পরিবেশন করবেন। পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর ময়মনসিংহ জেলা স্কুলের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।

আরও পড়ুন

এছাড়াও বছরের শেষদিনে অর্থাৎ ৩১ জানুয়ারি আনিকা চট্টগ্রামে রেডিসন ব্লুতে সঙ্গীত পরিবেশন করবেন। নতুন বছরের শুরুর দিনেও চট্টগ্রামে শো করবেন। এছাড়া আগামী ২ থেকে ৪ জানুয়ারি রাজধানীতে শোতে গাইবেন তিনি।

আনিকা জানান, ২০২৬ সালে তিনি নিজের মৌলিক গান প্রকাশের দিকে মনোযোগ দিবেন। এরইমধ্যে নিজের মৌলিক গান প্রস্তুত আনিকার। আগামী বছরের শুরুতেই মিউজিক ভিডিও তৈরী করে শিগগিরই প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন আনিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার বিচারকের ভূমিকায় তাসনিম আনিকা

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ

সবাই আনন্দে ভাসছে- বিএনপি সমর্থক রিকশাচালক