ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল

মারা গেছেন ফিলিস্তিনের বিখ্যাত অভিনেতা-নির্মাতা বাকরি

অভিনেতা ও পরিচালক মোহাম্মদ বাকরি

প্রখ্যাত ফিলিস্তিনি অভিনেতা ও পরিচালক মোহাম্মদ বাকরি আর নেই। বুধবার ৭২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকরির পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুর দিনেই উত্তর ইসরায়েলের নিজ জন্মভূমি আল-বিনে গ্রামে তাকে সমাহিত করা হয়। 

বাকরির ছেলে অভিনেতা সালেহ বাকরি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। আশি ও নব্বইয়ের দশকে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় থিয়েটার এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মোহাম্মদ বাকরি তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন। অস্কারজয়ী গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাসের ‌‘হানা কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ১৯৮৪ সালে উরি বারবাশ পরিচালিত ‘বিয়ন্ড দ্য ওয়ালস’ সিনেমায় এক ফিলিস্তিনি কয়েদির চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি পরবর্তীতে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও বাকরি ছিলেন সমান সাহসী। ২০০২ সালে তার পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জেনিন, জেনিন’ তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও একইসাথে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের ভয়াবহতা তুলে ধরায় দীর্ঘ সময় সিনেমাটি ইসরায়েলে নিষিদ্ধ ছিল। এমনকি ২০২২ সালে দেশটির সুপ্রিম কোর্টও সিনেমাটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন নাকচ করে দেয়।

আরও পড়ুন

সারা জীবন নানা রাজনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতার শিকার হলেও বাকরি তার ফিলিস্তিনি পরিচয় এবং অধিকারের প্রশ্নে ছিলেন আপসহীন। নিজের পরিচয় সংকটের গল্প বলতে তিনি মঞ্চে এমিল হাবিবির বিখ্যাত উপন্যাস ‘দ্য সিক্রেট লাইফ অফ সাঈদ: দ্য পেসঅপ্টিমিস্ট’ অবলম্বনে তার জনপ্রিয় একক নাটক ‘বাকরিস মনোলোগ’ পরিবেশন করতেন। তার প্রয়াণে শোক প্রকাশ করে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা জানিয়েছেন, বকরি কেবল একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন নিজের শেকড় ও মানুষের অধিকারের প্রতি দায়বদ্ধ এক নির্ভীক কণ্ঠস্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ফিলিস্তিনের বিখ্যাত অভিনেতা-নির্মাতা বাকরি

বগুড়ার বাজারে আগাম আলুর ব্যাপক সরবরাহে দামে ধস

তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো : মির্জা ফখরুল

দিনাজপুরের ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের হয়ে অধিনায়কত্ব করবেন শেখ মাহেদী

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান