ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৫ রাত

এই সময়ে মাহি

সামিরা মাহি

বিনোদন ডেস্ক ঃ সামিরা মাহি ছোট পর্দার নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন একজন সুঅভিনেত্রী হিসেবে। নাটকের বাইরেও ওটিটির কাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। এদিকে, বছরের শেষ সময়টায় এসেও নতুন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ। এটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। বেশ ক’জন মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়েছে এই সিরিয়াল। মাহি বলেন, সুন্দর গল্প ও নির্মাণের কাজ এটি। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।

এদিকে, মাহি গত কিছুদিনে শেষ করেছেন প্রায় হাফ ডজন একক নাটকের কাজ। এসব নাটকে জুটি বেঁধে কাজ করেছেন মুশফিক আর ফারহান ও আরশ খানের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত, মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ। এদিকে একাধিকবার তার সিনেমায় অভিনয় করার বিষয়ে আলোচনাও হয়েছে। তবে মাহি এবার সাফ জানিয়ে দিলেন, আপাতত সিনেমা নিয়ে তার চিন্তা নেই। সেটা কেন?

আরও পড়ুন

মাহি বলেন, আমি নাটক ও ওটিটি কনটেন্ট নিয়ে ভালো আছি। কারণ এ জায়গায় দর্শকদের ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত। বড় পর্দায় যে কাজ করতেই হবে, এমন নয়। মাহি যোগ করে বলেন, মধ্যে কাজের বাইরে আমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখন আমি কাজ নিয়েই আছি। একটা স্থির সময় পার করছি। এ সময়টা দীর্ঘায়িত হোক সেটাই চাওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সময়ে মাহি

বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

দিনাজপুরের পার্বতীপুরে ১৩৫ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

গুলশানের বাসায় তারেক রহমান

তারেক রহমানকে সরাসরি দেখে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা