তারেক রহমানের বক্তব্য শুনে যা বললেন পরীমনি
বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় লাখো মানুষের সামনে তিনি বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি আবার প্রিয় মাতৃভূমিতে ফিরতে পেরেছেন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ মহলেও দেখা গেছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার মধ্যে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করে তিনি জানান, একটি নির্দিষ্ট লাইন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়…—এই কথাটা শুনে শিরদাঁড়া দিয়ে কেমন একটা অনুভূতি চলে গেছে। চারপাশে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। সবার জীবনে শান্তি নেমে আসুক।’
আরও পড়ুনতারেক রহমানের ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার বিষয়টি উঠে আসে। তিনি বলেন, দেশের মানুষ কথা বলার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান।
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক সচেতন মহল থেকে শুরু করে বিনোদন জগতের অনেকেই নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। পরীমনির মন্তব্যও অল্প সময়ের মধ্যে আলোচনায় আসে, যেখানে অনেকে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
মন্তব্য করুন


_medium_1766672961.jpg)
_medium_1766672583.jpg)
_medium_1766670521.jpg)

_medium_1766663977.jpg)


