টুঙ্গিপাড়ায় আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন নেতা।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান ও পাটগাতি ইউনিয়ন শাখার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালী।
আরও পড়ুনআয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগের ঘোষণা দেওয়া ৪ নেতা।
তারা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ বৃহস্পতিবার থেকে আমরা আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766687059.jpg)






