বাংলাদেশি সন্দেহে ভারতে আবারো মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিক। নিহত যুবকের নাম জুয়েল রানা (১৯)। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সম্বলপুর জেলার আইন্থাপল্লী থানার দানিপালি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথমে জুয়েল ও তার দুই সহকর্মীকে বাংলাদেশি সন্দেহ করে আধার কার্ড দেখতে চান। পরিচয়পত্র আনতে যাওয়ার সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল রানা।
আহত দুই শ্রমিককে সম্বলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনসম্বলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা জানান, ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, পরিবারকে জানানো হয়েছে।
পরিযায়ী শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তের নামে চলমান অভিযানের প্রভাবেই বাংলাভাষী মুসলিম শ্রমিকরা বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হচ্ছেন।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








