ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু

সংগৃহিত,রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার নগরের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়ীদের জন্য আয়োজিত বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, জনগণের ক্ষমতা বাড়িয়ে, সরকারের ক্ষমতা কমানোই গণতন্ত্র। বিএনপি ক্ষমতায় গেলে আবার জনগণের কাছে ফিরে আসবে। অনেকে মনে করেন, ক্ষমতায় যাওয়ার পর আগের মতোই চলবে। কিন্তু তা হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়েছে। মানুষের মনোজগত পরিবর্তিত হয়েছে। সুতরাং, আগের মতো বাংলাদেশ চলবে না। আমাদের এটা ধারণ ও বুঝতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্যে দেশ চলতে হবে। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা-বাণিজ্যে যে সমস্ত প্রশাসনিক বাধা আছে, সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসার ব্যয় কমিয়ে আনা হবে। অতীতে দুর্নীতির কারণে দেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে; অথচ এটি আমাদের জিডিপির চেয়ে বড় হওয়ার কথা ছিল। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পেছাবে না। কেউ নিজের স্বার্থে পেছানোর চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

সংলাপ অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম। আলোচনায় অংশ নেন সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু

নাটোরের বিরল রোগে আক্রান্ত অভিজিৎ প্রয়োজন ১০ লাখ টাকা

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ মাদককারবারি গ্রেফতার

এনসিপির নেতা মোতালেব শিকদার আশঙ্কামুক্ত: চিকিৎসক